Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের ইনাতাবাদে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত জাহিরের স্বীকারোক্তি

মোঃ ছানু মিয়া ॥ শহরের ইনাতাবাদ এলাকার দুই প্রবাসির বাসায় ডাকাতির ঘটনায় ডাকাতদলের সেকেন্ড ইন কমান্ড জাহির মিয়া উরফে কাঠা জাহির (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় জাহিরকে সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ আদালতে নিয়ে গেলে সে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে জবানবন্দি প্রদান করে। বিচারক প্রায় ৩০ মিনিট তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি প্রদানকালে বাঘজুর গ্রামের জাহির ইনাতাবাদে গত ৩০ সেপ্টেম্বর রাতে লন্ডর প্রবাসী এনামুর রশিদের বাসায় ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এর বর্ণনা দেয়। সে জানায়, রাত ১০ টার দিকে বাঘজুর এলাকায় সে সহ তার সহযোগিদের নিয়ে গোপন বৈঠক করে। পরে টঙ্গিরঘাট হাওর থেকে টমটমযোগে শহরের কিবরিয়া ব্রীজ এলাকায় আসে। এরা খোয়াই নদীর পাড় দিয়ে ইনাথাবাদ এলাকায় যায়। এরা প্রথমে প্রবাসি এনামুর রশীদ, ব্যবসায়ী সৈয়দ এমরান হোসেনের ঘরের পেছনের গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা, মোটরসাইকেল সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এরা সংখ্যায় ১৩ থেকে ১৪ জন ছিল। তারা মুখোশ পরিহিত ছিল। তার ভাগে পড়ে নগদ ১০ হাজার টাকা। ৬ হাজার টাকা সে নিজে খরচ করে এবং ৪ হাজার টাকা পুলিশ উদ্ধার করে। তার সাথে থাকা অন্যান্য ডাকাতের নামও প্রকাশ করে। তবে তদন্তের স্বার্থে তা গোপন রাখছে পুলিশ। তবে ইতিপূর্বে গ্রেফতারকৃত ডাকাতরা তাদের সাথে ছিল বলে জহির জানায়। স্বর্ণ ও অন্যান্য মালামালের ভাগ সে পায়নি বলে জানায়।
গত বুধবার রাত ৮টার দিকে সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে জাহিরকে আটক করে। সে বানিয়াচং উপজেলার বাঘজোর গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র। ওসি আরো জানান, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়।