Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুরি, ডাকাতি বন্ধ এবং শান্তিপূর্ণ দুর্গা পুজা অনুষ্ঠানে সদর থানায় মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পুজা ও আশুরা পালন, শহরে চুরি, ডাকাতি রোধ করতে ও আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে পৌর কর্তৃপক্ষ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর থানার ওসি ইয়াসিনুল হকের সভাপতিত্বে থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভুইয়া, সহকারি পুলিশ সুপার সদর সার্কেল সুদিপ্ত রায়, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, ওসি তদন্ত ফয়সল আতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, পৌর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক এম এ রাজ্জাক, সদস্য সচিব হিরাজ মিয়া, কাউন্সিলর জাহির উদ্দিন, আবুল হাশিম, আব্দুল আওয়াল মজনু, বিশিষ্ঠ ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, সাবেক কমিশনার নুরুল ইসলাম নানু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, সাংবাদিক পাবেল খান চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল মালেক, শাহ জালাল উদ্দিন জুয়েল, নিরঞ্জন গোসামী শুভ, সেলিম রানা, একে কাউছার ও কমিউনিটি পুলিশের সদস্যরা বক্তব্য রাখেন। সভায় সদর থানা ওসি ইয়াছিনুল হক বলেন, আমরা ইতিমধ্যে ডাকাতির ঘটনায় কয়েকজনকে আটক করেছি। এর মধ্যে এক ডাকাত গতকাল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। তার কাছ থেকে লুণ্ঠিত কিছু টাকা উদ্ধার করা হয়েছে। আসা করছি খুব শীঘ্রই অন্যান্যদের ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হব। সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভুইয়া বলেন, পুলিশ সব সময় জানমালের নিরাপত্তা দিবে এবং দুর্গা পুজা ও আশুরা যাতে শান্তিপুর্ণভাবে পালিত হয় সেদিকে পুলিশ দৃষ্টি রাখবে। পাশাপাশি চুরি ডাকাতি রোধে পুলিশের অভিযান করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান করেন।