Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি দরে চাল বিক্রি নিয়ে ডিলাররা চালবাজি শুরু করেছেন। এসব দরিদ্রদের জন্য বরাদ্দ চাল কালোবাজারে বিক্রি করে ডিলাররা লাখ লাখ টাকা কামাই করছেন। বঞ্চিত একজন উপকারভোগী শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী স্বপ্না বেগম বাদী হয়ে গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, ওই ইউনিয়নের নির্বাচিত দুইজন ডিলার আদিত্যপুর গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে অরবিন্দু ও ছোট আলীপুর গ্রামের সাজন মিয়ার ছেলে মোজাহিদ আহমেদ। এছাড়া তাদের সহযোগী আরো কয়েকজন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
বাদী স্বপ্না বেগমের অভিযোগ সূত্রে প্রকাশ, নবীগঞ্জ সদর ইউনিয়নে মোট ৮০৬ জন দরিদ্র মানুষের তালিকা তৈরী করা হয়েছে। তাদেরকে ১০টাকা কেজি দরে প্রতি মাসে ৩০কেজি করে চাল বিক্রির কথা। গত ২৮ সেপ্টেম্বর ডিলার অরবিন্দু ও মোজাহিদ আহমেদ ২লাখ ৪১ হাজার ৮০০ টাকা দিয়ে নবীগঞ্জ খাদ্য গুদাম থেকে ২৪ হাজার ১৮০ কেজি চাল উত্তোলন করেন। গত ৪অক্টোবর বাদী স্বপ্না বেগমসহ আরো কয়েকজন মিলে ভবের বাজারে ডিলার অরবিন্দুর কাছে চাল আনতে গেলে তিনি চাল উত্তোলন করেননি বলে তাদেরকে জানান এমনকি গালিগালাজ করে বিদায় করে দেন। পরে তারা খাদ্য গুদামে খোঁজ নিয়ে জানতে পারেন ডিলাররা ২৮ সেপ্টেম্বর চাল উত্তোলন করেছেন এবং উপকারভোগীদের মধ্যে চাল বিক্রি না করে ৭লাখ ২৫ হাজার ৪০০ টাকা দিয়ে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। ওই দুই ডিলারের সাথে রাঘববোয়ালরাও জড়িত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।