Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের ইনাতাবাদে ৩টি ডাকাতির ঘটনায় স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় পর পর ৩টি ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী জানমালের নিরাপত্তা নিশ্চিত ও ডাকাতদের গ্রেফতারের দাবীতে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এ স্মারক লিপি দেন এলাকাবাসী। জেলা প্রশাসক সাবিনা আলমের পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমরান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, বিশিষ্ট মুরুব্বী জয়নাল উদ্দিন খান, মোঃ মধু মিয়া, সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান, বর্তমান কাউন্সিল শেখ উম্মেদ আলী শামীম, মোঃ আব্দুস সামাদ, হাজী মিজানুর রহমান চৌধুরী, মোঃ নুরুল আমীন, শাহ জালাল উদ্দিন জুয়েল প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় ইংল্যান্ড প্রবাসীর বাসাসহ পর পর ৩টি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এতে এলাকাবাসী উদ্ববিঘœ হয়ে পড়ে। এর প্রতিবাদে গত সোমবার কয়েক গ্রামবাসী এক প্রতিবাদ সমাবেশ করেন। এর প্রেক্ষিতে গতকাল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়।
প্রকাশ, ডাকাতদের হামলায় আহত শহরের সানাই কমিউনিটি সেন্টারের মালিক রুহেল খান চৌধুরী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।