Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১০ কেজি চাল বিক্রি নিয়ে দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না-আলমগীর চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী গতকাল বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০ টাকা মুল্যে চাল বিতরণের কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে করগাওঁ ইউপির ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের ডিলার কনক দাশের দোকান কলেজ পয়েন্টে যান। সেখানে গিয়ে প্রথমে দোকানে অবস্থিত রেজিষ্ট্রার খাতা, চাল ভর্তি বস্তা পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন। দুপুরে দেখা যায় ১৪৩ জন দরিদ্রদের মাঝে চাল বিক্রি করা হয়েছে। অবষ্টিট লোকজন লাইনে রয়েছে। তিনি দরিদ্র মানুষের সাথে কথা বলেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাল বিক্রির দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা কামরুন্নাহার, ইউপি মেম্বার সাইদুর রহমান, মিজানুর রহমান, ফনি ভুষন দাশ ও ইউপি অফিস সহকারী মিনহাজ উদ্দিন সবুজ প্রমূখ। এ সময় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের মধ্যে স্বল্প মুল্যে চাল বিতরণ করে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করেছেন। কাজেই উক্ত চাল নিয়ে কোন প্রকার হেরফের করলে বরদাশত করা হবে না বলেও হুশিয়ার উচ্চারণ করেন। তবে চাল বিতরণ, ষ্টক ও রেজিষ্ট্রার খাতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। উক্ত দোকানে আজ বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়নের ৩ ও ৫নং ওয়ার্ডের কার্ডধারীদের মধ্যে চাল দেয়া হবে।
এ সময় আলমগীর চৌধুরী উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, সরকারের কর্মসূচি হতদরিদ্রদের মাঝে ১০ কেজি চাল বিক্রি নিয়ে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য কাউকে ছাড় দেওয়া হবে না।