Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের মোহনপুরে সাংবাদিকের পিতার বাসায় হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত

স্টাফ রিপোর্টার ॥ শহরের মোহনপুর এলাকায় ফিসারির মাছ ধরায় বাধা দেয়ায় মোহনপুর সাংবাদিক আজিজুল ইসলাম সজিবের বাবা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাসায় হামলা ও ভাংচুর করা হয়েছে। এতে ৪জন আহত হয়েছে। আহতরা হল, রফিকুল ইসলাম, সৈয়দা আজিজুন্নেছা, ফাহমিদা ইসলাম ও সাহেনা আক্তার। গুরুতর আহত অবস্থায় সাহেনা আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে মোহনপুরে অবস্থিত রফিকুল ইসলামের মাছের ফিসারিতে একই এলাকার মৃত নুর মিয়ার পুত্র উজ্জল মিয়া লুকিয়ে মাছ ধরে। ওই সময় রফিকুল ইসলাম তা দেখতে পেয়ে উজ্জলকে নিষেদ করে। কিন্তু উজ্জল নিষেধ না মেনে উল্টো রফিকুল ইসলামের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে উজ্জল মিয়া তার লোকজনসহ রফিকুল ইসলামের ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে এবং রফিকুল ইসলামের উপর হামলা চালায়। সে সময় রফিকুল ইসলামের পুত্রবধু সাহেনা আক্তার বাচাতে আসলে তাকেও কুপিয়ে ক্ষত বিক্ষত করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে উজ্জল মিয়া পালিয়ে যায়। কিছুক্ষন পর উজ্জল মিয়া আবারও ফিরে আসে এবং দ্বিতীয়বারের মত হামলা করে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক ছবি তোলার চেষ্ঠা করলে উজ্জল মিয়া তার উপরও চড়াও হয় এবং মেরে ফেলার হুমকি দেয়। এদিকে, ওই সাংবাদিক তাৎক্ষনিক সদর থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হককে বার বার মোবাইল ফোনে খবর দিলেও তিনি অন্যকাজে ব্যস্ত আছেন এ কথা বলে ফোন কেটে দেন।