Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমিরাতে আরও জনশক্তি পাঠাতে চায় বাংলাদেশ

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশ থেকে অধিক জনশক্তি বিশেষ করে দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল শেহি দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতকরলে তিনি এ আহ্বান জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যোগ্য প্রকৌশলী, চিকিৎসক, নার্স, প্যারা মেডিকস, আইটি বিশেষজ্ঞ ও হিসাব রক্ষক গড়ে তুলেছে, যা আরব আমিরাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম। তিনি বলেন, দু’দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে হালাল গোশত ও মাছ আমদানির জন্য আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তিনি অবকাঠামো, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ, তেল, গ্যাস, খনিজ সম্পদ উত্তোলন, শিক্ষা ও আইটি খাতে আমিরাতের অধিক বিনিয়োগের আমন্ত্রণ জানান। শেখ হাসিনা ঢাকা ও মংলা বন্দরের সঙ্গে চট্টগ্রামের স্থল কন্টেইনার ডিপো নিউমুরিং কন্টেইনার টার্মিনালের যোগাযোগের ক্ষেত্রে সরকারি পর্যায়ে দুবাই পোর্ট ওয়াল্ডের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।