Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চানপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামে শহীদ মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও নিহতের পরিবার সুত্র জানায়, শহীদ মিয়া চানপুর বাজারে মুদির দোকানের ব্যবসা করতেন। শনিবার রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজি করেন। রবিবার সকালে স্থানীয় লোকজন খোয়াই নদীর পাশে একটি শিমুল গাছে তার দেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বিকালে ময়নাতদন্ত শেষ লাশ পরিবারের জিম্মায় দেয়া হলে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে নিহতের ভাই মাসুক মিয়া জানান, সম্প্রতি শাহপুর ও চানপুর গ্রামবাসির মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে শহীদ মিয়া আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে তার পরিচালনা ব্যবসা করছিল। তাদের ধারণা শাহপুর গ্রামের লোকজনই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। এ ছাড়া শহীদের ব্যবসা প্রতিষ্ঠানটি ভাংচুর অবস্থায় দেখতে পাওয়ায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।