Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সৃজনশীল পূর্বের পদ্ধতি বহাল রাখার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ পরিক্ষায় সৃজনশীল পূর্বের পদ্ধতি বহাল রাখার দাবিতে ২য় দিনের মত গতকাল রোববারও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১১টায় সাইফুর রহমান টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে। পর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনরত শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদানের সময় ছাত্রনেতা মো. আব্দুল হাকিম, সংস্কৃতিকর্মী শেখ ওসমান গণী রুমী, কলেজ শিক্ষার্থী খলিলুর রহমান, ফুয়াদ হাসান, স্কুল আন্দোলনের অন্যতম নেতা মো. খাইরুল চৌধুরী, স্কুল আন্দোলনের সংগঠক মিজবাহ্ উদ্দিন, মশিউর রহমান আকাশ, নয়ন দেবনাথ, মাহবুবুর রহমান হাসান, আবুল আজহার রাফি, শেখ আল নাহিয়ান, শাকিল আহমেদ, সাইফুর রহমান, স্বপন মিয়া, স্কুল শিক্ষার্থী মাহমুদুল, তারেক রহমান, রেদুয়ান আহমেদ, প্রীতম বণিক, তৌফিকুল ইসলাম সৌরভ, শাহরিয়ার সাকিব, মেহেদুল হাসান, হৃদয় আহমেদ এছাড়াও অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কোন ধরণের পূর্ব ঘোষনা ছাড়াই সম্প্রতি ৬টির পরিবর্তে ৭টি সৃজনশীল উত্তর প্রদানের জন্য ঘোষনা করা হয় যা কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।