Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভেলকিবাজীতে মনে হয় চিরদিনের জন্য ঘরের লাইন ছিড়ে ফেলি!

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ পল্লী বিদ্যুতের অব্যাহত ভেলকিবাজী ও মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ট নবীগঞ্জ উপজেলাবাসী। মাস দু’এক থেকে চলছে অতিরিক্ত লোডশেডিং। ফলে অনেক কষ্ট পোহাতে হচ্ছে মানুষজনকে। পরীক্ষার্থী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায়ও ঘটছে বিঘœ। এভাবে বিদ্যুতের লোডশেডিং চলতে থাকলে আবারো যে কোন সময়ে বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন নবীগঞ্জের গ্রাহকরা। গ্রাহকদের সাথে আলাপ করে জানা গেছে, প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৪/৫ ঘন্টা করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ইচ্ছে করেই উপজেলাবাসীকে কষ্টের মধ্যে রাখেন। বিশেষ করে রাতের বেলা বিদ্যুৎ বঞ্চিত থাকতে হয় নবীগঞ্জবাসীকে। রাতে বিদ্যুৎ দিয়ে ২/৫ মিনিট পর আবারও চলে যায়। প্রতিদিন রাতে একটু পরপরই এই ভেলকিবাজির শিকার হতে হয় গ্রাহকদেরকে। বিদ্যুৎতের জন্য মারাত্মক সমস্যায় পড়তে হয় উপজেলায় কর্তব্যরত সাংবাদিকদেরকেও। প্রবাসী অধ্যুষিত উপজেলা হওয়াতে প্রতি বছর দেশে বেড়াতে আসেন বিপুল সংখ্যক প্রবাসী। কিন্তু বিদ্যুতের এহেন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাওয়ার সময় প্রায় বেশির ভাগ প্রবাসীই বলতে বাধ্য হন “আর দেশে না আসার কথা”। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়েই বেশি সমস্যায় পড়তে হয় প্রবাসীদেরকে। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক্সপ্রেস প্রতিবেদকের কাছে লোডশেডিং এর শিকার অনেক গ্রাহক ফোন করে তাদের অভিযোগের কথা বলেন। গ্রাহকরা অভিযোগ করেন, এলাকায় ১ ঘন্টা বিদ্যুৎ দিলে পরবর্তী ৫ ঘন্টা আর নেই। লোডশেডিংয়ের নামে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ইচ্ছে করেই উপজেলাবাসীকে কষ্টের মধ্যে রাখেন। যাতে করে উপজেলার মানুষজন শান্তিতে বাস করতে না পারেন। লোডশেডিংয়ের কারণে এমনিতেই ব্যবসা বাণিজ্য ঠিক মত করতে পারছেন না ব্যবসায়ীরা। দেশে আসা অনেক প্রবাসী জানান, তারা দেশে এসেছেন একটু শান্তিতে কয়েকটা দিন কাটাবেন বলে। কিন্তু এখানে আসার পর তাদের অশান্তিটা যেন আরো বেড়ে যায়। দেশে এসে লোডশেডিংয়ের কারণে পরিবার পরিজনদের নিয়ে বিপাকে পড়েছেন তারা। সুমন আহমদ, আহমদ আলী, নুরুল আমিন, সাজ্জাদ মিয়াসহ বিক্ষুব্ধ অনেক গ্রাহক বলেন, বিদ্যুতের ভেলকিবাজীতে মনে হয় চিরদিনের জন্য ঘরের লাইনগুলো ছিড়ে ফেলি!।