Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পূর্বের পরিক্ষা পদ্ধতি বহালের দাবীতে হবিগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ পরিক্ষায় ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর না লিখা এবং পূর্বের পরিক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে হবিগঞ্জে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের টাউনহল সড়কে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা ৭টি সৃজনশীলের পরিবর্তে ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার দাবি জানিয়ে শ্লোগান দেয়। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কেবিনেট প্রেসিডেন্ট মো. খাইরুল চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন আব্দুল হাকিম, শেখ ওসমান গনি রুমী, শাকির আহমেদ, আহমেদ ইতুন, মাহির, নজরুল ইসলাম, মিলন, রায়হান, রাকি, বিথি, পলি, সুমা, রিয়াদ, মনির ও চয়ন প্রমুখ। পরে তারা রাস্তা অবরোধ করে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিন সেখানে গিয়ে শিক্ষার্থীদের দাবির একটি আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।