Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এরশাদের জনসভায় যোগ দিতে গিয়ে সড়ক দুঘর্টনায় মাধবপুর জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী আহত

স্টাফ রিপোর্টার ॥ এরশাদের জনসভায় যোগ দিতে গিয়ে গোয়ালা বাজারে সড়ক দুঘর্টনায় মাধবপুর জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় পার্টি দলীয় সূত্র জানায়, গতকাল বেলা ৩টার দিকে সিলেট সাব রেজিষ্ট্রি মাঠে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক হুসেইন মুহম্মদর এরশাদ নেতৃধীন জাতীয় পার্টি বিভাগীয় সম্মেলন চলছিল। সম্মেলন যোগদান করতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট-মাধবপুর আসনে সম্ভাব্য প্রার্থী আহাদ ইউ চৌধুরী শাহীনের নেতৃত্বে হবিগঞ্জ সিলেট বিরতিহীন পরিবহনের ৪টি বাস যোগে সাড়ে ১১টার দিকে রওয়ানা দেয়। দুপুর ১টার দিকে বাসগুলো সিলেটে গোয়ালা বাজার এলাকায় পৌছুলে বিপরিত দিক থেকে আসা মিতালী পরিবহনের একটি বাস জাপার নেতাকর্মীদের বাসে মাঝে ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে গিয়ে অর্ধশতাধিক জাপা নেতাকর্মীরা আহত হন। আহতদের মধ্যে জাপা নেতা মিছির আলী, রজব আলী, ফরিদ আলী, হানিছ মিয়া, রঞ্জু মিয়া, সৈয়দ আলী, ধনাই মিয়া, ফয়সল মিয়া, আশিক আলী, ইদ্রিছ আলী, আব্দুল জলিল, তোফায়েল, শরীফ উদ্দিন, বিকাশ, আকাশ, মঈন উদ্দিন, সেলিম আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মীদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাপা নেতা আহাদ ইউ চৌধুরী শাহীন জানান, দুর্ঘটনায় আহত নেতাকর্মীদের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সবাই আশংকা মুক্ত।