Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ১৫০ নারী চা-শ্রমিককে নগদ অর্থ ও ব্যাগ প্রদান করলেন এমপি কেয়া

বাহুবল প্রতিনিধি ॥ উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অবস্থিত বৃন্দাবন চা-বাগানে সুবিধাবঞ্চিত ১৫০ জন নারী চা-শ্রমিকের মাঝে ১ হাজার ৭৫০ টাকা ও একটি করে ব্যাগ বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল শনিবার বিকেলে বাগান এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি এসব অনুদান বিতরণ করেন। দূর্গা পুজার পূর্বে এ অনুদান পেয়ে নারী শ্রমিকরা বর্তমান সরকার ও এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিকরাও এ সুবিধা ভোগ করবেন। ইতিপূর্বে এ উপজেলার ফয়জাবাদ চা-বাগানে একইভাবে সুবিধাবঞ্চিত ১৫০ নারী চা-শ্রমিকের মাঝে জনপ্রতি ১ হাজার ৭৫০ টাকা ও একটি করে ব্যাগ বিতরণ করেন এমপি কেয়া চৌধুরী।
নগদ অর্থ বিতরণকালে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রশিক্ষক আব্দুল মান্নান চৌধুরী, আওয়ামীলীগ নেতা হাজী সামছু মিয়া, পুটিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলে এলাহী লুলু, সাধারণ সম্পাদক শাহ জাকির হোসেন তুহেল, সহ-সভাপতি বাপ্পী আহমেদ, যুবলীগ নেতা ফয়ছল আহমেদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পারুল মিয়া, মেম্বার দিনেশ উরাং, বাহুবল মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড নেতা মোঃ শামীনূর রহমান, বাগানের জিএম আবুল ফয়েজ কুতুবী, ব্যবস্থাপক আমিনুর রহমান, মহিলা মেম্বার লাল বানু, বড় বাবু মোশাহিদ হেসেন, বাগান পঞ্চায়েত সভাপতি দিরেন গোয়ালা, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবতীসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা, বাগান শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, চা-শ্রমিকরা বাগানের প্রাণ। শ্রমিকদের শ্রমে উৎপাদন হচ্ছে চা-পাতা। এ পাতা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানী করে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এছাড়া মুক্তিযুদ্ধে চা-শ্রমিকদের অবদান রয়েছে। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শ্রমিকদের জীবনমান এগিয়ে নিতে বরাদ্দ দিয়েছেন। বরাদ্দ সাপেক্ষে আজ এ টাকা বিতরণ করলাম। প্রাপ্যরা এ অধিকার থেকে কেউ বাদ পড়বেন না। পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিকরাও এ সুবিধা পাবেন।