Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গতকাল নবীগঞ্জ গোবিন্দ জিউর আখরা প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাশ, ১নং ইউপি চেয়ারম্যান সত্যজিত দাশ, প্যানেল মেয়র এটিএম সালাম। উক্ত সভায় উস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দেবলা দাশ, হরেকৃষ্ণ চক্রবর্ত্তী, অশক তরু দাশ, প্রমথ চক্রবর্ত্তী বেনু, বিধান ধর, গৌতম রায়, মন্টু আচার্য্য, প্রজেশ রায় নিতন, নিকুঞ্জ পাল নিখিল, রঙ্গ লাল রায়, নিপেন্দ্র পাল, প্রদীপ রায়, অনন্ত দাশ, লিটন দাশ, অনন্ত দাশ-২, অশোক সোম চৌধুরী মানিক, সুখেন্দু পুরকায়স্থ, বসুদেব দাশ, অমলেন্দু সূত্রধর, নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, ভানু দাশ, রতœদ্বীপ দাশ রাজু, পৃথ্বীশ চক্রবর্তী, ১নং ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন দাশ, সাধারণ সম্পাদক সমীরন দাশ, গৌতম দাশ, ৩নং ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি নিপেশ সূত্রধর, ৫নং ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি নীরেন্দ্র পাল, ৬নং ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় সূত্রধর, ৮নং ইউপি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবিনয় রায়, ৯নং ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপেন্দ্র পাল, ১০নং ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যমল পাল, সাধারণ সম্পাদক রবীন্দ্র পাল, ১১নং ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু ধর, ১২নং ইউপি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পদাক অঞ্জন পুরকায়স্থ, ১৩নং ইউপি পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজ গোপাল রায় প্রমুখ। সভায় ৮১টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যগন উপস্থিত ছিলেন। সভাশেষে প্রত্যেকটি পূজা মন্ডপে সরকারী অনুদানের বরাদ্ধপত্র বিতরণ করা হয়। সভায় নবীগঞ্জের আলোচিত তন্নী হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানানো হয় এবং তার আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।