Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের ইনাতাবাদে দুই বাসায় দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় প্রবাসির বাসাসহ দুই বাসায় ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাসার মালিকরা দাবি করছেন দুর্র্বৃত্তরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকা পয়সাসহ ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ বলছে, ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইনাতাবাদ এলাকার লন্ডন প্রবাসি এনামুল রশীদ ও ব্যবসায়ী সৈয়দ এমরান হোসেনের বাসার গ্রিল কেটে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং লুটতরাজ চালায়। বাসার মালিক লন্ডন প্রবাসি এনামুল রশীদ ও ব্যবসায়ী সৈয়দ এমরান এ প্রতিনিধিকে জানান, ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত বাসার গ্রিল ভেঙ্গে ও কেসি গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এনামুল রশীদ ও তার ছোট ভাই সুমন এবং পরিবারের তিন মহিলাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে চাবি নিয়ে যায়। পরে আলমারি খুলে ২২ ভরি স্বর্ণালংকার, পাউন্ডসহ নগদ ২ লাখ টাকা, ৮টি মোবাইল ফোন নিয়ে যায়। যাবার সময় দুইটি মোটরসাইকেলও নিয়ে যায় তারা। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে হিরো মোটরসাইকেল ফেলে পালসার মোটরসাইকেলটি নিয়ে যায়। অপরদিকে ব্যবসায়ী সৈয়দ এমরান হোসেন জানান, একই সময়ে দুর্বৃত্তরা তার বাসার কেসি গেইট ভেঙ্গে প্রবেশ করে তার ভাড়াটিয়ার ৫২ হাজার টাকা ও তার ৩০ হাজার টাকা এবং ৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। ২ ঘন্টা ব্যাপী তাদের এ লুটতরাজ চলে। যাবার সময় শোচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে ভোরে এসআই সাহিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ছাড়াও স্টাফ কোয়ার্টার এলাকার সরকারি কর্মচারি ও স্থানীয় ইনাতাবাদ এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা এ প্রতিনিধিকে জানান, সম্প্রতি ওই এলাকার বেশ কয়েকটি বাসায় চুরি সংঘটিত হয়। আশেপাশে এলাকার কতিপয় মাদকসেবী যুবকরা ওই এলাকায় জুয়ার আসর বসায়। তারাই এঘটনা সংঘটিত করতে পারে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াসিনুল হক জানান, ঘটনাটি রহস্যজনক। কিন্তু চুরি সংঘটিত হয়েছে বলে তিনি মনে করেন। দুর্র্বৃত্তদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।