Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১০ টাকা কেজিতে চাউল বিতরণ শুরু ॥ আওয়ামীলীগ কথা দিয়ে কথা রাখে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে গরীবের মুখে হাসি ফোটে। উন্নয়নের পথে দেশ বদলে গেছে। বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার গোপায়া ও লস্করপুর ইউনিয়নে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশষ্য বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে অঙ্গীকার করেছিলেন। দেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আজ দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৩ কোটি মানুষের হাতে মোবাইল ফোন, প্রতিটি ইউনিয়ন পরিষদে ই-সেবা কেন্দ্রসহ দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেটের সেবা পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পূর্বে প্রতিশ্র“তি দিয়েছিলেন, নির্বাচিত হলে গরীব মেহনীত মানুষদেরকে ১০ টাকা কেজিতে চাল দিবেন। আজ এই প্রতিশ্র“তির বাস্তবায়ন হলো। এতেই প্রমাণ হয় আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে।
উল্লেখ্য, গতকাল হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ও লস্করপুর ইউনিয়নে ১ হাজার ৭শ’ দরিদ্র লোকের মাঝে ১০ টাকা কেজি মূল্যে চাউল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার ইকবাল, গোপায়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, লস্করপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম, লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক, গোপায়া ইউনিয়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, শ্রমিক লীগ নেতা জয়নাল আবেদীন রাসেল।