Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উপজেলা পরিষদ নির্বাচন বাহুবলে সম্ভাব্য প্রার্থী তালিকা লম্বা হচ্ছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা লম্বা হচ্ছে। রোববার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরই সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেন। নিজেকে সম্ভাব্য প্রাথী ঘোষণা দিয়ে নেমে পড়েন মাঠে। মুখে মুখে ভাষতে শুরু করে সম্ভাব্য প্রার্থীদের নাম। সোমবার দিন শেষে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য মতে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন সম্ভাব্য প্রার্থীর নাম শুনা যাচ্ছে। অনেকেই গতকাল স্থানীয় নির্বাচন অফিসে মনোনয়ন ফরম তোলার জন্য যোগাযোগ করছেন। তবে নির্বাচন অফিস জানিয়েছে সোমবার থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদের প্রথম সভা ২০০৯ সনের ২৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হয়। সে মতে আগামী ২৭ ফেব্র“য়ারি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের পূর্বে উপজেলা পরিষদ আইনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্য-বাধকতা থাকায় নির্বাচন কমিশন রোববার সারাদেশের ১০২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর মধ্যে হবিগঞ্জ জেলার বাহুবল ও মাধবপুর উপজেলায়ও আগামী ১৯ ফেব্র“য়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, বিগত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত বাহুবল উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭৩০ জন। তন্মধ্যে পুরুষ ৫৫ হাজার ৪৬১ ও মহিলা ৫৭ হাজার ২৬৯ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডঃ সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপি সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল, জেলা জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা খেলাফত মজলিস সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম জাকী, জেলা এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান, জামায়াত নেতা শাহজাহান আলী ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি লামাতাসী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু’র পিতা তাজুল ইসলাম চৌধুরী (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া (আওয়ামীলীগ), সোহেল আহমেদ কুটি (আওয়ামীলীগ), আব্দুল মুছাব্বির শাহিন (আওয়ামীলীগ), এম রশিদ আহমদ (আওয়ামীলীগ), সেলিম রেজা (বিএনপি) ও এটিএম তামিম (জামায়াত)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন (আওয়ামীলীগ) ছাড়া এখন পর্যন্ত কারো নাম শুনা যায়নি। তবে প্রার্থী তালিকা আরো লম্বা হবে বলেই আভাস পাওয়া গেছে।