Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে তন্নী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে ফুসে উঠেছে নবীগঞ্জবাসী মহিলা আওয়ামীলীগের মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মেধাবী কলেজ ছাত্রী তন্নী রায়ের নির্মম হত্যাকান্ডের ১০ দিন অতিবাহিত হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে ফুসে উঠেছে নবীগঞ্জবাসী। প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন পালন করে আসছে। ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হয়েছে দু’দিন পুর্বে। আন্দোলনকারী সংগঠন বড় ধরনের কর্মসুচী নিয়ে অচিরেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে সুত্রে জানা গেছে।
এ দিকে গতকাল বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্রী তন্বী রায় হত্যাকান্ডের প্রতিবাদে নতুন বাজারস্থ আব্দুল মতিন চৌধুরী স্কোয়ারে মানববন্ধন করেছেন নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদন ফুর্শিদা ইয়াছমিনের পরিচালনায় মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, প্রতিমা বণিক, নিলুফা ইসলাম, আব্দাল করিম, শাহ গুল আহমদ কাজল, দুলাল চৌধুরী, ইকবাল আহমেদ বেলাল, মফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ গৌতম কুমার রায়, ওহি দেওয়ান চৌধুরী, লায়লা নুরুন নাহার চৌধুরী নাজনিন, রাবেয়া বেগম, সরলা বেগম, হাফিজ জাহাঙ্গীর আলী, আছমা সরকার, সাজেদা মজিদ, ফাতেমা মোতালিব, রেনু বেগম, সম্পাদিকা আমিনা বেগম,হেনা রানী দাশ, হাকিমা বেগম, ১২নং ইউনিয়নের সহ-সভাপতি মির্জা তকমিনা বেগম, ১৩নং ইউনিয়নের যুগ্ম আহবায়ক হামিদা বেগম, আব্দুল মুকিত মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুবিনয় দাশ, ছাত্রলীগ নেতা ফয়সল তালুকদার, বাবলু আহমেদ, মাছুম আহমেদ, শামীম আহমদ প্রমুখ।