Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যুক্তরাজ্যে সামাজিক সংগঠন ফ্রেন্ডস এলায়েন্স’র আত্মপ্রকাশ

ইংল্যান্ড প্রতিনিধি ॥ পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রবাসে বসবাসরত “৯২ ব্যাচ” হবিগঞ্জের বন্ধুদের বন্ধনকে আরো সুদৃঢ় করা এবং সেই সাথে সামাজিক দায়বদ্ধতা তথা সমাজের বিভিন্ন আর্তমানবিক কর্মকান্ডে সকলের সম্মিলিত সামর্থকে কাজে লাগানোর মানসে যুক্তরাজ্যের কয়েকজন বন্ধুর উদ্যোগে “ফ্রেন্ডস এলায়েন্স” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত ২১ আগস্ট রোববার যুক্তরাজ্যের উইল্টশায়ার কাউন্টির জনপ্রিয় রেস্তোরা “মালদ্বীভস্” এ সংগঠনের অবকাঠামোগত উন্নয়ন সর্বোপরি এর লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিধি কি হবে তার আলোকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা নিজেদের মধ্যে সংযোগকে আরো সমৃদ্ধ ও সুবিন্যস্ত করার মাধ্যমে হবিগঞ্জের কল্যাণে অবদান রাখার ইচ্ছা পোষন করেন। ওই দিনই এ নতুন সংগঠনের চাকাকে বেগবান করতে সর্বসম্মতিক্রমে নজমুদ্দিন তালুকদার মিঠুকে সভাপতি, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক, এ রহমান অলিকে সাংগঠনিক সম্পাদক এবং মাহবুবুর রহমানকে কোষাধ্যক্ষ মনোনীত করে একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। উক্ত সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নূরুজ্জামান শাহীন, শরিফুল হাসান তরফদার ইমন, ইকরামুল বর চৌধুরী উজ্জ্বল, দেবাশীষ বণিক দেবু, চয়ন চৌধুরী, ইকবাল বকস, এ এম এম হুমায়ুন মুছা, রুমেল দাশ মিখন, খাজা গরীবে নেওয়াজ জালাল আহসান সজল, ফজলে এলাহী বাবর, আহমেদ ইকবাল সাদেক, জালাল আহমেদ, মোঃ নাজিম, দেওয়ান মনজুর বিন মসউদ চৌধুরী প্রমুখ।