Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের গ্রামাঞ্চলে মাদকের সাম্রাজ্য বিস্তার ॥ মূল হোতারা অধরা

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের পাহাড়ি এলাকাসহ গ্রামাঞ্চলে মাদকের সা¤্রাজ্য বিস্তার ঘটছে। একদিকে উঠতি বয়সের কিছু যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। অপরদিকে মাদকসেবীর সংখ্যাও দিন দিন বাড়ছে। মাঝে মাঝে মাদকসহ কোন কোন সরবরাহকারীকে গ্রেফতার করা হলেও মূল হোতারা অধরাই থেকে যাচ্ছে। আবার পুলিশে হাতে ধরা পড়লেও জামিনে ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় নেমে পড়ে।
খোজ নিয়ে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সংলগ্ন গড়ে উঠা বাজারগুলো এবং পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী রুস্তমপুর টোলপ্লাজা এলাকা, নতুন বাজার, বালিদ্বারা বাজার, কান্দিগাঁও, দেওপাড়া বাজার, ফুলতলী বাজার, পানিউমদা বাজার ও খাগাউড়া এলাকায় মাদকের রমরমা ব্যবসার বিস্তার ঘটছে। মাদক ব্যবসার মূল হোতারা পাহাড়ের মধ্য দিয়ে মাদক এনে বিভিন্ন যুবকদের মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, এসব মাদক ব্যবসার সঙ্গে বিভিন্ন দাগী যুবকরা জড়িত রয়েছে। এদের দেখলে কেউ বলবেনা এরা মাদক ব্যবসায় জড়িত। দামী মোটর সাইকেলও কার ব্যবহার করে থাকে তারা। এব্যাপারে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আব্দুর রহমান জানান, থানা পুলিশ মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সচেতন মহল মনে করছেন, মূল হোতাদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে মাদক ব্যবসা বন্ধ করা যাবেনা। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ইউপি মেম্বার জানান, মাদক ব্যবসায়ার সাথে জড়িত মূল হোতারা খুবই ক্ষমতাধর। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ করার সাহস নেই।