Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অসদাচরণ ও সমিতির ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ হবিগঞ্জ আইনজীবী সমিতি থেকে এডভোকেট ফারুকুর রহমানকে ২ বছরের জন্য বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥ অসদাচরণ ও সমিতির ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ফারুকুর রহমান-২ কে সমিতি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী ২ বছর যাবত এ বরখাস্তের সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই সময়কালের মধ্যে এডভোকেট ফারুকুর রহমান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হিসাবে কোনো কোর্টে আইন পেশা করতে পারবেন না। একই সাথে আইনজীবী সমিতির কোনো কার্যক্রমেও তিনি সম্পৃক্ত হতে পারবেন না। গতকাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর আগে সমিতির কার্যকরী কমিটি এডভোকেট ফারুকুর রহমানকে কেন বরখাস্ত করা হবে না জানতে চেয়ে শোকজ নোটিশ প্রদান করেন। শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গতকাল সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট ফারুকুর রহমানকে সমিতি থেকে ২ বছরের জন্য বরখাস্ত করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জমসেদ মিয়া। সভায় সমিতির সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, একটি মামলা নিয়ে বিরোধের জের হিসাবে এডভোকেট ফারুকুর রহমান তার ছেলে ও ছেলের বন্ধুদের দিয়ে এডভোকেট আতাউর রহমান রবিনের চেম্বারে হামলা ভাংচুর করানো হলে সমিতির সদস্যরা ফারুকুর রহমানকে বহিস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ হন। সমিতির কোনো সদস্যের সাথে অপর কোনো সদস্যের সন্তানদের পেশাগত কাজে হস্তক্ষেপ, অসদাচরণকে মারাত্মক অপরাধ হিসাবে দেখা হয়ে থাকে। তাছাড়া আইনজীবী ও আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন একাধিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় এডভোকেট ফারুকুর রহমানের বিরুদ্ধে।