Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চাঞ্চল্যকর তন্নী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী তন্নী রায় হত্যাকান্ড নিয়ে নবীগঞ্জ উপজেলাসহ সারা জেলা ব্যাপী তোলপাড় শুরু হয়েছে। পুলিশ বিভিন্ন সূত্র ধরে নানাস্থানে অভিযান অব্যাহত রেখেছে ঘাতকদের গ্রেফতারের জন্য। এ পর্যন্ত সফলতার মুখ দেখা যায় নি।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা বদল হওয়ার খবর পাওয়া গেছে। ওসি (তদন্ত) কামরুল হাসানকে তদন্তের দায়িত্বভার প্রদান করেছেন উর্ধŸতন কর্তৃপক্ষ। সোমবার রাতে বর্তমান তদন্ত কর্মকর্তা এস আই মোবারক হোসেন মামলার নথিপত্র সমঝিয়ে দিয়েছেন বলে সূত্রে জানা গেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গত সোমবার আইসিটি কম্পিউটার সেন্টারসহ নানা স্থানে পরিদর্শন করেছেন। তিনি বলেন, আসামী গ্রেফতারে পুলিশ প্রশাসন আন্তরিক। তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কিন্তু ঘটনার মূল নায়ক প্রেমিক রানু রায়কে পাওয়া যাচ্ছে না। তবে সর্ব প্রকার চেষ্টা অব্যাহত আছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ বলেন, কলেজ ছাত্রী তন্নী হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে কলেজ ছাত্রী তন্নী রায়ের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিদিনই বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করেছেন। নবীগঞ্জ পৌর পরিষদ তাদের নির্ধারিত মাসিক সভায় তন্নী রায়ের নির্মম হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও ঘাতকদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। পাশাপাশি নিহত কলেজ ছাত্রী তন্নীর আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নীরবতা পালনসহ শোক প্রস্তাব পাশ করেছেন। পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে পৌর সচিব ভবি মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর ও প্যানেল মেয়র- ১ এটিএম সালাম, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সলর আঃ ছালাম, কাউন্সিলর আলা উদ্দীন, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর প্রানেশ দেব, কাউন্সিলর কবির মিয়া, কাউন্সিলর জায়েদ চৌধুরী, কাউন্সিলর জাকির হোসেন, কাউন্সিলর রোকেয়া আক্তার, কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ প্রমুখ।