Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডিএম এমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এবং বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুুধাংশু সূত্র ধর।
প্রধান অতিথি বলেন, অনেক দেশের জিডিপির প্রধান খাত হল পর্যটন শিল্প। বাংলাদেশও এই শিল্পে অনেক সম্ভাবনাময়। এই শিল্পের বিকাশের জন্য যারা পর্যটক হিসাবে আসবেন তাদেরকে দেবতাতুল্য মনে করতে হবে। তিনি আরও বলেন কক্সবাজার ও সুন্দরবনের পরই হবিগঞ্জ পর্যটনের ক্ষেত্রে দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ এলাকা।