Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে ভ্রাম্যমান আদালত ॥ কয়েকটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

বরুন সিকদার ॥ হবিগঞ্জ শহরের অবৈধ নোট বই, অস্বাস্থ্যকর খাবার, ধূমপান ও লাইসেন্স না থাকার বিরুদ্ধে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এবং বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আলম ও আরিফ আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে ৪ জনকে ৫০টাকা করে ২শ টাকা জরিমানা করা হয়। সবুজবাগ এলাকার যাদব মিষ্টান্ন ভান্ডারের লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার স্টুডেন্টস লাইব্রেরী থেকে অবৈধ ৫ হাজার নোটবই জব্দ করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনকোনা পুকুরপাড় এলাকার ইশ্বর চন্দ্র পালের দোকানকে লাইসেন্স নবায়ন না করানোয় অভিযোগে ২ হাজার টাকা, খাজা রেস্তোরায় অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হয়। টাউন হল সড়কের স্কুল লাইব্রেরীর মালিক মোঃ মফিজ মিয়াকে অবৈধ নোট বই রাখার অপরাধে ৫শ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ক্যাফে সিরাজী রেস্তোরাকে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেটগন জানান, প্রতিদিনই এই অভিযান অব্যাহত থাকবে। উভয় মোবাইল কোর্টকে সহযোগিতা করে সদর থানা পুলিশ।