Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অস্ত্রসহ ৩ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার তাউসি গ্রামে মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে উত্তম মধ্যম দিয়েছে জনতা। শনিবার দিবাগত মধ্যরাতে তাউসি গ্রামের চার রাস্তার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুর নূরের ছেলে নজরুল মিয়া (২৩), দক্ষিণ নরপতি গ্রামের আজগর আলীর ছেলে রুবেল মিয়া (২৪) ও জিকুয়া গ্রামের আজগর আলীর ছেলে আলামিন মিয়া (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে ১২/১৩ জনের ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি আচ করতে পারে। পরে তারা গ্রামের লোকজনদেরকে সাথে নিয়ে ডাকাতদেরকে ধাওয়া করে তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ সময় বাকী ডাকাতরা পালিয়ে যায়। পরে আটককৃত ডাকাতদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এসআই বিপ্লব চন্দ্রসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ডাকাতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। পরে ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, গ্রামবাসির সহায়তায় তিন ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। বাকী ডাকাতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।