Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদককে কটাক্ষ করার অভিযোগে আটককৃত বিল্লাল রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুর রহমান আদিলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটাক্ষ করার অভিযোগে দায়েরকৃত মামলায় আটককৃত বিল্লালকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসাদ বেগমের আদালতে বাদী পক্ষের আইনজীবি এডঃ নুরুজ্জামান আসামীর ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, মাধবপুরের কমলপুর গ্রামের আলফু মেম্বারের ছেলে ইবাদুর রহমান বিলালকে তথ্য প্রযুক্তি ও অর্থ আত্মসাৎ, প্রতারণা মামলায় গত ০৮ই সেপ্টেম্বর গ্রেফতার বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কমলপুর থেকে গ্রেফতার করে মাধবপুর থানার এসআই মুমিনুল ইসলাম। তথ্য প্রযুক্তি মামলা নং-৩৩/১৬ মাধবপুর থানা সুত্রে জানা যায়, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুর রহমান আদিলকে ইলেক্ট্রনিক বিন্যাস এবং ফেইস বুকের মাধ্যমে কটাক্ষ্য করায় ইবাদুর রহমান বিলাল, মোঃ মশিউর রহমান রুবেল, মোঃ মাহবুবুর রহমান বকুল, এখলাসুর রহমান দুলালে বিরুদ্ধে মামলা দায়ে করে এবং কমলপুরের গ্রামের জামাল মিয়া (প্রবাসী) স্ত্রী নিকট হতে জমি বিক্রয় করার নাম করে একলক্ষ বিশ হাজার আত্মসাৎ করায় মামলা দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক নারী নির্যাতন মামলা, জমিদখলের মামলা ডাকাতি মামলা, চুরির মামলা রেকর্ডভুক্ত রয়েছে। উল্লেখ্য, ইবাদুর রহমান বিলালকে ২০১৫ সালে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও ২০১৪ সালে বাশ চুরির মামলায় গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। এ বিষয়ে এলাকায় অনুসন্ধান করে জানা যায়, ইবাদুর রহমান বিলাল এলাকায় উচ্চ হারে সুদ ব্যবসা করে মানুষকে প্রতারিত করে চলছে। বিলালের ভাইদের বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক নারী নির্যাতন মামলা, ডাকাতি মামলা, চুরির মামলা, জমি দখল মামলা ও আদালত কর্তৃক একাদিক মামলায় গ্রেফতারি পরোয়া রেকর্ডভুক্ত রয়েছে। ইবাদুর রহমান বিলাল গ্রেফতারের সংবাদে শান্তির নিশ্বাস ফেলছে এবং তার পরিবারের সকল অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে কমলপুর গ্রামবাসী।