Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে মাদ্রাসা ছাত্র নিখোঁজ ৩ দিনেও সন্ধান মেলেনি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ৩দিন অতিবাহিত হলেও ছাত্রটির সন্ধান পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। শিশুটি নিজেই কোথাও আত্মগোপন করেছে নাকি কোন চক্রের খপ্পরে পড়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেনা। নিখোঁজ ছাত্রের নাম উস্তার মিয়া (১১)। তার বাবার নাম আব্দুল আউয়াল। বাড়ি গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে। সে জারুলিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। উস্তার মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ২২ সেপ্টেম্বর সে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথায়ও সন্ধান না পেয়ে ওই দিন রাতেই মাইকিং করে শিশুটির সন্ধান চাওয়া হয়। এরপরও খোঁজ পাওয়া যায়নি। পরে ২৪ সেপ্টেম্বর পিতা আব্দুল আউয়াল চুনারুঘাট থানায় সাধারন ডায়রি করেন। জিডি নং-১০৮০, তাং ২৪/০৯/২০১৬ ইং। এলাকাবাসী জানান, বিগত ৮ বছর পূর্বে নিখোঁজ মাদ্রাসা ছাত্র উস্তার মিয়ার বড় ভাই আক্তার মিয়াও নিখোঁজ হয়েছিল। আজো তার সন্ধান মেলেনি। মাদ্রাসা ছাত্র উস্তারের নিখোঁজ বিষয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিচ্ছে। এ বিষয়টি বিভিন্ন থানাকেও অবহিত করা হয়েছে বলে চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে। এদিকে উস্তার মিয়া নিখোঁজের ঘটনায় তার মা-বাবা পাগল প্রায়।