Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে ॥ ‘জ্বালানী নিরাপত্তায় কয়লার ভূমিকা’ শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৬ উপলক্ষে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি বানিয়াচং জোনাল অফিস এর আয়োজনে গতকাল ‘জ্বালানী নিরাপত্তায় কয়লার ভূমিকা’ শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বানিয়াচং জোনাল অফিস এর ডিজিএম মোঃ মিজানুর রহমান। উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মাস্টার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানা, সুফিয়া মতিন মহিলা কলেজ এর অধ্যক্ষ ছালামত আলী খান, আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাস। উক্ত বক্তৃতা প্রতিযোগিতায় মাধ্যমিক থেকে দ্বাদশ শ্রেণীর মোট ১৫ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। তন্মধ্যে ১ম, ২য় ও তয় স্থান অর্জনকারী ৩জন প্রতিযোগি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহন এর সুযোগ পাবে। এরপর বিভাগ ও পরে জাতীয় পর্যায়ে অনুষ্টিত প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবে।