Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যালয়ে কি করছে শিক্ষার্থীরা ॥ পরনে স্কুল ড্রেস, কাধেঁ ব্যাগ আর হাতে স্মার্ট ফোন ॥ ঘাটছে ফেইসবুক!

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ গতকাল শনিবার অনুমান ৪টা, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজ ছুটি হয়েছে। হঠাৎ চোখে পড়লো চার বন্ধু (ছাত্র) মিলে বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। কিন্তু না এরা স্কুল গেইট থেকে প্রায় দুই’শ হাত দুরে এসে বসলো একটি চায়ের দোকানের বেঞ্চের ওপর। এরই মাঝে পকেট থেকে ৪ বন্ধু (ছাত্ররা) বের করলো মোবাইল ফোন। সামনে গিয়ে দেখা যায়, পড়নে স্কুল ড্রেস, কাধেঁ স্কুল ব্যাগ, ওরা চার জনের হাতেই স্মার্ট ফোন। তারা (ছাত্ররা) মোবাইলে ফেসবুক ঘাটছে, আর অন্য হাতে রয়েছে চায়ের কাপ। শুধু আউশকান্দি নয় নবীগঞ্জের অধিকাংশ স্কুলের ছাত্র-ছাত্রীদের একই অবস্থা। স্কুলে অনায়াসে ছাত্র-ছাত্রীরা মোবাইল নিয়ে প্রবেশ করছে। স্কুলগুলোতেও ঘাটছে মোবাইলে ফেইসবুক। স্কুলে শিক্ষার্থীরা ব্যাগে লুকিয়ে আনে মোবাইল ফোন। টিফিন এবং স্কুল প্রাঙ্গণে ও ক্লাস শেষে বাহিরে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করছে।
আউশকান্দি স্কুলের এক ছাত্র জানায়, বড় ভাই ও বোনেরা মোবাইল ফোন স্কুলেই ব্যবহার করে। স্যাররা না থাকলে তারা ব্যাগ বা পকেট থেকে মোবাইল ফোন বের করে কথা বলে। অনেক সময়ে ফেইসবুক ও ভিডিও গানও শুনতে দেখা যায়।
আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফুর রহমান জানান, বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষেধ রয়েছে। এ বিষয়ে ছাত্র/ছাত্রীদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। অনেক সময় তল্লাশি করে মোবাইল পাওয়া গেলে তা জব্দ করা হয়।
আউশকান্দি স্কুল এন্ড কলেজের প্রভাষক ইকবাল বাহার তালুকদার জানান, শিক্ষার্থীরা যাতে ক্লাসে মোবাইল ফোন না আনতে পারে সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে তল্লাশি করেন। ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ নেই। স্কুলের বাহিরে কেউ মোবাইল ফোন ব্যবহার করলেও করতে পারে।
উপজেলা নিবার্হি কর্মকর্তা তাজিনা সরওয়ার জানান, এ বিষয়ে বিভিন্ন সময়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন করে দেয়া হয়েছে। এখন শিক্ষকদের উচিত ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ নজরধারী করা।