Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবুপরের বৈকুণ্ঠপুর চা বাগানে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন ॥ ১ লাখ টাকা জরিমানা, জব্দকৃত বালু নিলামে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে উপজেলার বৈকন্ঠপুর চা বাগান থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম এই জরিমানা করেন। গতকাল বৃহস্পতিবার তিনি বৈকণ্ঠপুর চা বাগানে গিয়ে ৮৫ হাজার ঘনফুট বালু জব্দ করে ইজারাদারকে নোটিশ দেন।
শনিবার দুপুরে চা বাগানের সাব লিজার মাধবপুর উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লা এবং তার সহযোগী যুবলীগ নেতা মোঃ অলিদ মিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এই টাকা পরিশোধ করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৈকুণ্ঠপুর চা বাগান কর্তৃপক্ষ বালু অপসারনের কথা বলে শর্ত ভঙ্গ করে সেখানে বালু উত্তোলনের জন্য সাব লিজ প্রদান করে। সাব লিজাররা নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করেন। খবর পেয়ে বৃহস্পতিবার হবিগঞ্জের সহকারী কমিশনার এএইচএম আরিফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৮৫ হাজার ঘনফুঠ বালু জব্দ করেন। শনিবার একই সাথে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য তহসিল অফিসকে নির্দেশ প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।