Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের সুনাপুরে মসজিদের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট

স্টাফ রিপোর্টার ॥ মসজিদের হিসেব নিকেশ নিয়ে বিরোধের জের ধরে নবীগঞ্জ উপজেলার সুনাপুর গ্রামে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বেশ ৫/৬ জন আহত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ফরিদ মিয়া। তার বিরুদ্ধে মসজিদের হিসেব না দেয়ায় আত্মসাতের অভিযোগ এনে কয়েক মাস পূর্বে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এ নিয়ে ফরিদ মিয়ার সাথে একই গ্রামের মোঃ শাহীন মিয়া গংদের বিরোধ চলে আসছিল। গত ১৪ সেপ্টেম্বর আছরের নামাজ শেষে ফরিদ মিয়ার নিকট মসজিদের টাকা চান শাহীন মিয়া সহ কয়েকজন। এনিয়ে কথাবার্তা চলাকালে ফরিদ মিয়ার পুত্র এলিম উদ্দিন ঘটনাস্থলে এসে বিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে হুমকী দিয়ে এলিম বাড়ি চলে যায়। পরদিন ১৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে এলিম উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহীন মিয়ার বাড়িতে হামলা হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় সিরাজ মিয়া, শিব্বির মিয়া, রাজন মিয়া, কিছমত আলী সহ কয়েকজন আহত হয়। এ সময় হামলাকারীরা নগদ টাকা, কাপড় চোপড়, মোবাইল সহ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহীন মিয়া বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযুক্তরা হচ্ছে রাকিব মিয়া, এলিম উদ্দিন, সুফি মিয়া, লুৎফুর রহমান, নুরুজ্জামান মিয়া, আলাউদ্দিন, সুবেল মিয়া, মদরিছ মিয়া, সুমন মিয়া, মতলিব মিয়া, ছাব্বির হোসেন, মকদ্দুছ মিয়া, কবির মিয়া, জুনেদ মিয়া ও সালেহ আহমদ।