Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ শুধু জনতা ব্যাংকের মাধ্যমে ২০ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের প্রবাসীরা চলতি বছরের ৯ মাসে ২০ কোটি টাকার বেশি রেমিট্যান্স জনতা ব্যাংক বাহুবল শাখার মাধ্যমে দেশে প্রেরণ করেছেন। আগের বছর সর্বমোট ২৬ কোটি টাকার বেশি ফরেন রেমিট্যান্স লেনদেন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ওই ব্যাংক শাখায় অনুষ্ঠিত ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশে বক্তারা এ তথ্য জানান। বক্তারা আরো বলেন, হুন্ডি সহ অন্যান্য বেআইনী পথে বিদেশ থেকে টাকা প্রেরণ মারাত্মক ঝুঁকিপূর্ণ। অনেকেই এ পথে টাকা-পয়সা প্রেরণ করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তাই, ঝুঁকিপূর্ণ পথ পরিহার করে ‘ওয়েস্টার্ণ ইউনিয়ন মানিট্রান্সফার’-এর মাধ্যমে ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করুন। এতে আপনি যেমন নিরাপত্তা পাচ্ছেন, তেমনি দেশের অর্থনীতির চাকা সচল হবে।
শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মকসুদ আলীর সভাপতিত্বে ও অফিসার জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক হবিগঞ্জ এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের কর্মকর্তা মনিরুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জনতা ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক আব্দুর রকিব, বিশিষ্ট ব্যবসায়ী ইমাম উদ্দিন সরকার, গৌরি রানী ধর, জবেদ আলী, বুলবুল চৌধুরী, সাংবাদিক নূরুল ইসলাম মনি, ক্যাশিয়ার গঙ্গেশ চন্দ্র দাশ ও ফরেন্স রেমিট্যান্স অফিসার প্রদ্যোৎ কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহাব উদ্দিন। শেষে সেরা গ্রাহকদের পুর®কৃত করা হয়।