Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- মানুষ ৫ জানুয়ারীর নির্বাচনে সরকারকে প্রত্যাখ্যান করেছে। মানুষ ভোট দিতে যায়নি। এটি কোন নির্বাচন নয়। অবিলম্বে নির্বাচন দিন। জনপ্রিয়তা যাচাই করুন। মেয়র বলেন- আওয়ামীলীগ জনগণের সরকার নয় বলেই দেশের মানুষের ওপর নির্বিচারে অত্যাচার নির্যাতন চালাচ্ছে।
গতকাল সোমবার বিকেলে পৌরসভা মাঠে ১৮ দলীয় জোটের এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিরদলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পূনঃবহাল, দেশব্যাপী গণগ্রেফতার, হত্যা, গুম ও নেতাকর্মীদের মুক্তির দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ সামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুশাহিদ আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও এডভোকেট নুরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আব্বাছ উদ্দিন, কাজী মহসিন আহমেদ, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, মিয়া মোঃ ইলিয়াছ, কারী কবির হোসেন, এডঃ ফাতেমা ইয়াছমিন, জালাল আহমেদ, মফিজুল ইসলাম বাচ্চু, লাভলী সুলতানা, তুহিন খান, মাকছুদুর রহমান উজ্জল, আব্দুল মালেক, এমদাদুল হক ইমরান, আতিকুল ইমলাম সোহাগ, আব্দুল্লাহ হিল কাফী, কাশেম বিল্লাহ নোমান, নুরুল ইসলাম নানু, মর্তুজা আহমেদ রিপন, জয়নাল আবেদীন, শফিকুর রহমান সিতু, অধ্যক্ষ মিজানুর রহমান, নুরুল হক লিটন প্রমুখ।