Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

HITACHI Digital Camera

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষে মহিলা শিশুসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে গজনাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিয়ালেরপুঞ্জি ও মামদপুর গ্রামবাসীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অতি সম্প্রতি বিরোধ তুঙ্গে উঠে। উভয় পক্ষের মধ্যে একাধিক চোরাগুপ্তা হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এক ঘণ্টারও বেশী সময় ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। তন্মধ্যে গুরুতর আহত ১০জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া ২০-২৫ জনকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলেন কদর মিয়া (৬০), গনি মিয়া (৩৫), লেবু মিয়া (৪০), শাহিন মিয়া (৩৫), সফিক মিয়া (৩২), শিশু তাহের মিয়া (৮), তোফাজ্জুল মিয়া (১২), ফারছু মিয়া (৩০), মছব্বির মিয়া (৩০), আব্দুল হাই (৩৫), মুহিদ মিয়া (৩০), সুফি মিয়া (৩০), কুসুম বিবি (৬০), খালেদ মিয়া (২৫), হেলাল মিয়া (২২), তছর আলী (৪২), জামাল আলী (৩৫), কন্টর আলী (৭০), জালাল আলী (৫০), নুয়াজ আলী (৫৫), আমির আলী (২৮), ফুল মিয়া, সুমন মিয়া (২৫), হেলাল মিয়া, সেজু আহমেদ। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির এএসআই সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।