Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের আ’লীগ নেতা কাজী হেলালকে বহিস্কারের দাবী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সর্ব সম্মতিক্রমে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল’কে বহিস্কারের জন্য জেলা ও উপজেলা আওয়ামীলীগের প্রতি দাবী জানিয়েছেন। গত ১৯ সেপ্টেম্বর সোমবার সকালে স্থানীয় ইউপি কার্যালয়ে অনুষ্টিত বর্ধিত সভার সিদ্ধান্তের রেজুলেশনের কপি সংশ্লিষ্টদের নিকট প্রেরণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সভায় উপস্থিত ইউনিয়ন আওয়ামীলীগসহ প্রত্যেক ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেন। অনুষ্টিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ নুর মিয়া। সাধারণ সম্পাদক মোঃ কামাল হাসান চৌধুরী’র পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনিত নব নির্বাচিত ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, নয় মৌজা আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি চুনু মিয়া, ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিতুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি অমলেন্দু সুত্রধর, ২ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মন্নাফ, সাধারণ সম্পাদক মোস্তাহিদ মিয়া, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুন মিয়া, ৪ নং ওয়ার্ড সভাপতি মাসুক মিয়া, ৫নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম তালুকদার, ৬ নং ওয়ার্ড সভাপতি এনামুল হক, ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোতাব্বীর সরদার, ৯ নং ওয়ার্ড সভাপতি বাবু সুশীতল কুমার রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বসর তালুকদার, আওয়ামীলীগের নেতা ইউপি মেম্বার আব্দুস ছুবান, আব্দুল হামিদ সিদ্দীকি, সুন্দর আলী, আব্দুল মজিদ মাষ্টার, সদর উদ্দিন, ইউপি স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও নব নির্বাচিত মেম্বার আল আমীন খান, অলি তালুকদার, শ্রমিকলীগের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, যুবলীগ নেতা জামাল খানঁ, আবুল হোসেন, জামাল মিয়া, ইয়াকুব মিয়া, কনর আলী, কাজল মিয়া, আসিকুল মিয়া, নজরুল আমীন ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন সরদার, যুগ্ম সম্পাদক সাগর খানঁ, ছাত্রলীগ নেতা চয়ন দাশ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, ময়না মিয়া, তাহিদ উল্লা ও ফুল মিয়া প্রমুখ। সভায় বক্তাগণ কাজী ওবায়দুল কাদের হেলাল’কে বহিস্কারের দাবী জানিয়ে বলেন, দলের ভিতরে থাকা মীরজাফরদের যতদ্রুত সময়ের মধ্যে বহিস্কার করা হবে, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ তৃণমুল পর্যায়ে দুর্গ গড়ে উঠবে।