Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতিবন্ধি করিম’র কপালে ঝুটছেনা হুইল চেয়ার

কামরুল হাসান, শায়েস্তগঞ্জ থেকে ॥ জীবনযুদ্ধে পরাজিত শারীরিক প্রতিবন্ধি এক যুবকের নাম আব্দুল করিম (২০)। দুই পা জন্ম থেকেই চিকন হওয়ায় হাটা দুরের কথা দাড়ানোর সাধ্য নেই। তাই সে দুই হাতের উপর ভর করে অনেক কষ্ট করে চলতে হয়। সংসারে মা-বাবা, তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। বড় ভাই ফারুক কাঠ মেস্তরীর কাজ করেন। বাবা দিনমুজর। মা গৃহিনী। বাড়ীর ভিটে ছাড়া কোন জমি জমা নেই। বাবা প্রায়ই অসুস্থ থাকে সে। ঠিকমত কাজেও যেতে পারেন না। বড় ভাইয়ের একা রোজগারের টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। পাঁচজনের সংসারে টানাপোড়েন লেগেই আছে। অভাব অনটন নিজের চোখে দেখে করিমের চোখের কোনে নিরবে পানি জমে। তার এই শরীরে এ অবস্থায় কাজ কাম করতে না পারায় অনেকটা নিজের অজান্তেই পেশা হিসেবে বেচে নিয়েছে ভিক্ষা করা। দোকানে দোকানে ভিক্ষা করে বেড়ায় করিম। তার কষ্ট দেখলে কেউ ভিক্ষা না দিয়ে পারেন না। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বটেরতল গ্রামের আব্দুল মজিদের পুত্র সে। করিম জানায়, ভিক্ষা করতে লজ্জা লাগে ঠিকই কিন্তু কাজ কাম করতে না পারায় বাড়ীতে বসে থাকলে আরো বেশী লজ্জা লাগে। এছাড়া  হুইল চেয়ার না থাকায় দিন দিন কষ্টের মাত্রা বেড়েই চলছে। কথা প্রসঙ্গে করিম জানায়, এক বছর আগে  হুইল চেয়ার দেয়ার জন্য নাম লিখে নিয়েছে, আজ পর্যন্ত  হুইল চেয়ার পায়নি প্রতিবন্ধি করিম।