Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন ॥ অর্ডিনারী গ্র“পে সমঝোতায় ১২ জন ও স্বতন্ত্র ১ জনের মনোনয়ন দাখিল ১জন প্রত্যাহার না করলে নির্বাচন ॥ এসোসিয়েট গ্র“পে ৬ পদে ১২ জনের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে গতকাল দুই গ্র“পে ২৫টি মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, আগামী ২২ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে অর্ডিনারী গ্র“পে ১২ পদের বিপরীতে ৩৮টি ফরম বিক্রি হলেও গতকাল ১৩টি মনোনয়নপত্র জমা পরেছে। অপর দিকে এসোসিয়েট গ্র“পে ৬টি পদের বিপরীতে ১৪টি মনোনয়ন ফরম বিক্রি হলেও গতকাল ১২টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ আলমগীর খান, সদস্য শংখ শুভ্র রায় এবং এমএ সালাম দুলাল গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহন করেন। এ সময় আপীল বোর্ডের সদস্য শাকিল মোহাম্মদ উপস্থিত ছিলেন। দাখিলকৃত মনোনয়নপত্র আগামী ২৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
একটি সূত্রে জানা গেছে, চেম্বার নির্বাচনে অর্ডিনারী গ্র“পে বর্তমান প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ১৬টি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ১৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দু’টি প্যানেলে মনোনয়ন ফরম জমা দেয়ার কথা থাকলেও পরবর্তীতে উভয় প্যানেলের নেতৃবৃন্দ আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় কমিটি গঠনে এক মত হন। সে অনুযায়ী দু’প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী ১২ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন-বর্তমান প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সিনিয়র বাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, মশিউর রহমান শামীম, আব্দুর রহমান, দেওয়ান মিয়া, নিয়াজুল বর চৌধুরী, মফিজুর রহমান বাচ্চু, হাজী এনামুল হক, আবু হেনা মোস্তফা কামাল, দুলাল সূত্রধর, ফজলে রাব্বী রাসেল ও আমিনুল ইসলাম বাবুল। কিন্তু উক্ত সমঝোতার একমত পোষন না করে অপর অর্ডিনারী সদস্য কাওছার চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ওই সময়ের মধ্যে কাওছার চৌধুরী মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ২২ অক্টোবর অর্ডিনারী গ্র“পে নির্বাচন অনুষ্ঠিত হবে।