Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কি আছে ১০ দিন ধরে হাসপাতালে থাকা এই হতভাগা মহিলার কপালে ?

আক্তার হোসেন ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ১০ দিন ধরে পেটে টিউমার নিয়ে এক মহিলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসাতো দুরের কথা, তার পেটে এক বেলা ভাতও জুটছে না। এমনকি সে হাসপাতালের বারান্দায় পড়ে না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। গতকাল বুধবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, তার এ করুন কাহিনী। এ প্রতিনিধিকে সে আক্ষেপ করে জানায় তার বাড়ি বানিয়াচং সদেরর আমির খানি গ্রামে। নাম আঙ্গুরা বেগম (৪৫)। স্বামী খলিল মিয়া। ১০ বছর আগে তাকে ছেড়ে চলে যায়। তার ছেলে মেয়ে কিংবা ভাইবোন আপনজন কেউ নাই। গত ১৩ সেপ্টেম্বর ঈদের দিন দুপুরে সে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। টিকেটে ২০ টাকা দিতে না পারায় তাকে ভর্তি করতে অনিহা প্রকাশ করলে একজন রোগী ২০ টাকা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরও সে বারান্দায় পড়ে রয়েছে। পরের দিন ১৪ সেপ্টেম্বর একজন ডাক্তার একবার দেখে আলট্রাস্নো করতে বলেন। হাসপাতালে থাকার পরও তার পরীক্ষা করানো হয়নি। পরে সাহায্য নিয়ে সরকারি ফি দিয়ে হাসপাতালেই আলট্রাস্নেœা করায়। এতে ধরা পড়ে তার পেটে টিউমার রয়েছে। এবং অপারেশন করতে হবে। কিন্তু সে ফি দিতে না পারায় ডাক্তার তার অপারেশন করেনি। এমনকি সে ব্যথায় কাতরালেও তাকে নুন্যতম খাবার তার ভাগ্যে জুটেনি। তিনি অন্যরোগীদের কাছথেকে খাবার নিয়ে খাচ্ছেন।