Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নারী নাট্যকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ফুঁসে উঠেছে হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন

প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই থিয়েটারের নারী নাট্যকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দায়ী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন। এ প্রেক্ষিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তাগণ বলেন, একজন সংস্কৃতিকর্মীর উপর হামলার মাধ্যমে সারাদেশের প্রগতিশীল সংস্কৃতিচর্চাকে আহত করা হয়েছে। তাই এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে দায়ীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সংস্কৃতিকর্মীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ শহরের টাউনহল রোডস্থ খোয়াই থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। সভায় বক্তব্য রাখেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, অনুশীলন ক্রীড়াচক্রের সভাপতি হুমায়ুন খান, ঘাতক-দালাল নির্মূল কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল হাসান চৌধুরী তুহিন, ‘শিকড়’-এর সম্পাদক অপু চৌধুরী, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন, সাইফুর রহমান চৌধুরী পাপলু, সমাজকর্মী আব্দুর রকিব রনি, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সদস্য আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, নাট্য নিকেতন-এর সভাপতি সৈয়দ রাশিদুল হক রোজেন, প্রীণন সাংস্কৃতিক গ্র“পের সংগঠক ধ্র“ব জ্যোতি দাশ টিটু, সহযাত্রী নাট্য সমাজ-এর সভাপতি শাকিলা ববি, ব্ল্যাক ডেজার্ট-এর সভাপতি শাকির আহমেদ, আইডিয়াল ফ্রেন্ডস ক্লাবের সদস্য শেখ উসমান গণি রুমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সদস্য সুবীর কান্তি রায়, এই বাংলায়-এর সংগঠক সারোয়ার পরাগ, তারুণ্য সোসাইটির সভাপতি আরফিন আব্দাল রিয়াদ, সংস্কৃতিকর্মী আফজাল চৌধুরী, সৈয়দ মাহবুবুজ্জামান, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, সুমন রায় শান্ত, পার্থ সারথি রায়, কৌশিক আচার্য্য পায়েল, বিপ্লব রায়, মুক্তাদির হোসেন, জুবায়েদ হোসেন, ফরহাদ চৌধুরী, প্রমথ সরকার, রাজিব চৌধুরী, আশরাফুল আলম, সুকান্ত গোপ, তানভীর আরজু তমাল, মোঃ তানসেন, সৈয়দ হাসান ইমাম শাকিল, আই হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন, থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে টাউনহল রোড এলাকায় খোয়াই থিয়েটারের এক নারী নাট্যকর্মীকে লাঞ্ছিত করে কতিপয় দুর্বৃত্ত। এর প্রতিবাদে মুখর হয়ে ওঠে হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন।