Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতিসংঘে শেষ ভাষণে যা বললেন ওবামা

এক্সপ্রেস ডেস্ক ॥ নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে অষ্টম ও শেষবারের মত ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবারের এ ভাষণে ক্ষমতায় থাকাকালীন যেসব অগ্রগতি সাধন করেছেন তা পুনরায় তুলে ধরেন তিনি। বৈশ্বিক আর্থিক সঙ্কট, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও কিউবার সঙ্গে সম্পর্ক পুন:প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় তুলে আনেন ওবামা।
ওবামা জোরালোভাবেই এ বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেন। বলেন, এগুলো আমাদের জনগণের জীবনে বাস্তবিকপক্ষেই তফাৎ তৈরি করেছে। আমরা একত্রে কাজ না করলে এ অগ্রগতি ঘটত না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বকে অবশ্যই স্বীকার করতে হবে যে, বিশ্বায়নের একই শক্তি আমাদের একত্রিত করেছে। যা গভীর ত্র“টিরও কারণ হতে পারে। কেননা এটা গণতান্ত্রিক স্বাধীনতাকে ত্যাগ করেছে।
মধ্যপ্রাচ্যে মৌলিক শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে বলে উল্লেখ করেন ওবামা। বলেন, আমাদের সমাজ অনিশ্চয়তা, অস্বস্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা দেখছি অনেক সরকার সাংবাদিকদের স্তব্ধ করে দিচ্ছে, বিদ্রোহীদের দমন করছে ও তথ্য প্রবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করছে। আমাদের যুবকদের মন শিকার করতে সন্ত্রাসী নেটওয়ার্ক সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছে। তারা উম্মুক্ত সমাজকে বিপদের সম্মুখিন করছে। নির্দোষ অভিবাসী ও মুসলিমদের বিরুদ্ধে ক্রমেই ক্রোধ বাড়ছে।’
ওবামা দাবি করেন, বিশ্বের গণতন্ত্রের স্বাধীনতা ও সম্ভ্রমের জন্য জোরদারভাবে মুখ খুলতে হবে। তিনি বলেন, যে বিশ্বে এক শতাংশ অর্থনীতি অন্যান্য ৯৯ ভাগকে নিয়ন্ত্রণ করে, তা কখনই স্থিতিশীল হতে পারে না।