Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ জাতীয় পার্টির সদস্য ও উপজেলা যুবসংহতির আহবায়ক সাময়িক বহিস্কার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ জাতীয় পার্টির সদস্য ও উপজেলা যুবসংহতির আহবায়ক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া)কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির শেরপুর রোডস্থ কার্যালয়ে জাতীয় পার্টির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের ও সদস্য সচিব মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর জব্বার, সাধারন সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, হাজী জমশেদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, জাতীয় পার্টি নেতা শহীদ চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, ইজাজ মিয়া, কমান্ডার আব্দুল খালেক, কর্পোরাল লুৎফুর রহমান, মাষ্টার নজরুল ইসলাম, আব্দুল কদ্দুস খান, হাজী সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, ইয়াওর মিয়া, হাজী সামসুল আলম, সাইফুল ইসলাম, শাহ ফারছু মিয়া, শেখ সামসুল ইসলাম, রজব আলী, আব্দুল হান্নান চৌধুরী, সিরাজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, অনু মিয়া, আব্দুল আজাদ মেম্বার, অমর দাশ গুপ্ত, উতীন্দ্র দাশ, রাজ কিশোর দাশ, অলিদুর রহমান অলিদ, বিরাজ উদ্দিন, জহর লাল দাশ, বিকাশ দাশ, আব্দুল হাদি, কিরন দাশ, আব্দুল গনী, হাজী আতিক মিয়া (লন্ডনী) প্রমুখ। সভায় নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য ও উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া) কর্তৃক উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরীসহ উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীর সাথে বিভিন্ন সময় অসদাচরন এবং সংগঠন বিরোধী কর্মকান্ডের কারণে সর্বসম্মতিক্রমে জাতীয় পার্টির সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার এবং জাতীয় যুবসংহতির আহবায়ক পদ থেকে বহিস্কারের জন্য জেলা জাতীয় পার্টি ও জেলা জাতীয় যুবসংহতি বরাবরে প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি তার সাংগঠনিক সকল কার্যক্রম স্থগিত করে এবং কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না মর্মে ৩০দিনে মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত গৃহিত হয়।