Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের ৪ মাসের মাথায় সভাপতির বিরুদ্ধে অনাস্থা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের ৪ মাসের মাথায় সভাপতির বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। ৮ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দু’কলেজ কমিটি এবং ৭ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ স্বাক্ষরিত এ অনাস্থা সংক্রান্ত আবেদন গত ১২ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে জমা দেয়া হয়েছে।
সূত্র জানায়, গত ২০ এপ্রিল সম্মেলনের মাধ্যমে বাহুবল উপজেলা ছাত্রলীগের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে জুনায়েদ মিয়াকে সভাপতি ও হুমায়ূন রশিদ রিমনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি গঠনের কিছুদিন পরই সাধারণ সম্পাদক সরকারি চাকুরিতে যোগদান করেন। এ অবস্থায় সভাপতি জুনায়েদ মিয়া গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই মনগড়া মতো সংগঠন পরিচালনা করতে থাকেন। তিনি দলীয় কর্মকান্ড সহ দলীয় কর্মসূচি বাস্তবায়নের চেয়ে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে নিজের আখের গোছানোর কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েন। তিনি জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচি ও কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কোন অনুষ্ঠান করেন না, এমন কি জঙ্গী-সন্ত্রাস বিরোধী সাম্প্রতিক আলোচিত কর্মসূচিতেও তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্ক্রীয়। এছাড়া নেতাকর্মীরা তাগিদ দেয়ার পরও সভাপতি জুনায়েদ মিয়া জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে কোন কর্মসূচি পালন করেননি। অনাস্থা সংক্রান্ত আবেদনে উল্লেখ করা হয়, সভাপতি জুনায়েদ মিয়া কমিটি পূর্ণাঙ্গ করার আগেই গত ২৫ আগস্ট নিজে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। এছাড়াও আবেদনে তার বিরুদ্ধে জামায়াত-শিবিরের সাথে সুসম্পর্ক বজায় রাখার অভিযোগও আনা হয়েছে। আবেদনপত্রে স্বাক্ষর করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সালেহ মোঃ শরীফ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন, বাহুবল কলেজের সহ-সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের আহ্বায়ক ওয়াহিদ, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, মোহাম্মদ আলী, সাইফুজ্জামান, আনোয়ার হোসেন ও আল-আমিন, ১নং স্নানঘাট ইউনিয়ন সভাপতি শাহ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ২নং পুটিজুরী ইউনিয়ন সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ৩নং সাতকাপন ইউনিয়ন সভাপতি সুজন মিয়া আখঞ্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ৪নং বাহুবল সদর ইউনিয়ন সহ-সভাপতি আবু সালেহ মোঃ শরীফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৫নং লামাতাশি ইউনিয়ন সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৬নং মিরপুর ইউনিয়ন সভাপতি ফরহাদ আহমেদ ইউসুফ, সাধারণ সম্পাদক আবুল কাসেম এবং ৭নং ভাদেশ্বর ইউনিয়ন সহ-সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।