Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু ॥ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হলেন ডাঃ মোঃ আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে। গতকাল অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে এর কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এমপি আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারী করে। হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ও সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবু সুফিয়ানকে অধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপনে গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব মইন উদ্দিন আহমদ।
উল্লেখ্য, ডাঃ মোঃ আবু সুফিয়ান ১৯৬২ সালে মাধবপুর উপজেলার অন্তর্গত পাটুলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ মুতিউল ইসলাম, মাতা সাহেরা খাতুন। তার সহধর্মিনী ডাঃ কাজী মর্জিনা বেগম ডিজিও আদদ্বীন মেডিকেল কলেজের সহ-অধ্যাপিকা। ডাঃ আবু সুফিয়ান ব্যক্তিগত জীবনে তিন সনতানের জনক।
ডাঃ আবু সফিয়ান হবিগঞ্জবাসীর এই বিশাল কাজকে এবং এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর স্বপ্নকে বাস্তবায়নের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।