Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং আদর্শ সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনীতে-জাকারিয়া খান চৌধুরী ॥ সামাজিক খেদমতে সবাইকে এগিয়ে আসতে হবে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে জনাব আলী কলেজ মিলনায়তনে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্টিত হয়েছে। বানিয়াচঙ্গের বিশিষ্ট আলেম শায়খে গুনই (রঃ) এর খলিফা জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলার সাধারণ সম্পাদক শায়খ মাওঃ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে ও ইসলামী ঐক্যজোট এর জেলা সাংগঠনিক সম্পাদক ও আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ রিয়াদ আল আসাদ এর পরিচালনায় এক ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা ও হাম্দ-নাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন আদর্শ সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ মোহাম্মদ হোসাইন আবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাষা সৈনিক দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা সহ-সভাপতি ও বিশিষ্ট মোহাদ্দিছ শায়খে গুনই (রঃ) এর খলিফা আল্লামা শায়খ মখলিছুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন। বক্তব্য রাখেন ইমাম সমিতি হবিগঞ্জ জেলা সভাপতি মাওঃ কাজী আতাউর রহমান, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওঃ আব্দুল জলিল ইউসুফী, বিশিষ্ট মোফাচ্ছিরে কুরআন মাওঃ নাসির উদ্দিন সৌরভ, ইসলামী আন্দোলন বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ শায়খ আব্দুল ওয়াদুদ, প্রথমরেখ ঈদগাহ ইমাম সাহিত্যিক মাওঃ হাদিসুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া, খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওঃ ছাদিকুর রহমান খান, ঢাকা উত্তরা দারুল ইমান মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হামিদুর রহমান চৌধুরী সুমন, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বানিয়াচং উপজেলা সভাপতি ও সাংবাদিক হাফেজ শিব্বির আহমদ আরজু, যুবদল নেতা আমজাল হোসাইন, মুফতি রহমত উল্লা, বদরুল আলম আনছারী, হাফেজ দিলোয়ার হোসাইন, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ মাহমুদুর রশিদ, মাওঃ জুবায়ের আহমদ, মাওঃ শফিকুর রহমান, হাদিসুর রহমান, মাহমুদুল হাসান মিলাদ, নাজমুল হাসান আসাদ প্রমুখ। প্রধান অতিথি জাকারিয়া খান চৌধুরী তার বক্তব্যে বলেন, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের প্রতিটি কর্মীকে মানব সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মানব সেবায় আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। তাই নিষ্ঠা ও উদ্যমের সাথে লক্ষ্যপানে এগুতে হবে। সামাজিক খেদমতের দ্বারা বেগবান করতে পারলে পিছিয়ে পড়া সমাজের উন্নতি হবে। শিশুদেরকে শুরুতেই আদর্শ ও ন্যায় নীতি শিক্ষা দিতে হবে। ভার্সিটিতে যাওয়ার পর মানসিকতা পরিবর্তন করা খুবই কঠিন। এজন্য পরিবার থেকেই শিশুকে আদর্শবান রূপে গড়ে তুলতে হবে। আমি আজীবন সামজিক খেদমত করে যেতে চাই। আপনারাও সামাজিক খেদমতে ব্রতী হবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।