Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিশান কো-অপারেটিভ সোসাইটি বিনামূল্যে চারা বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুরের তেলিয়াপাড়াস্থ নিশান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে বিনা মূল্যে ৫ হাজার বনজ ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষ রোপন অভিযান ২০০৬ উপলক্ষে নিশান সোসাইটি আয়োজিত বৃক্ষরোপন অভিযান সভায় সভাপতিত্ব করেন নিশান সোসাইটির নির্বাহী পরিচালক জনাব মোঃ মঈন উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলি আহাদ চৌধুরী। সভায় বক্তারা বৃক্ষের উপকারিতা সম্পর্কে বিষদভাবে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে নিশান সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ মঈন উদ্দিন বলেন, এই সোসাইটি ২০০৮ সালে যাত্রা শুরু করে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, এলাকার জনগণ গাছের চারা রোপনে খুবই উৎসাহী। বৃক্ষ রোপনের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনের পরবর্তী মোকাবেলা করা সম্ভব। তিনি নিশান সংস্থার কার্যক্রম তুলে ধরে বলেন, দরিদ্র মার মাতৃত্ব কালীন ভাতা প্রদান প্রশিক্ষণ মহিলা বিষয়ক অধিদপ্তর সহায়তায় চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলার পরিচালনা করছেন। সংস্থার নিজস্ব অর্থায়নে গ্রামীন দরিদ্র মহিলাদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বোদ্ধকরণ কর্মসূচী পরিচালনা করছেন। তাছাড়া মেরিস্টোপস এর সহায়তায় প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করেছেন। তিনি বলেন, নিশান সৌর বিদ্যুৎ প্রকল্প, সরকারী আইনগত সহায়তা প্রদান কর্মসূচীতে আরও গণমুখি জনবান্ধব করার জন্য বিভিন্ন প্রচার লিফলেট বিতরণ, লিগ্যাল এইড উদযাপন করা সহ স্যানিটেশন, সঞ্চয় ঋণদান কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। তিনি বলেন,সরকারে বিভিন্ন দপ্তরের সহযোগীতা পেলে গ্রামীন দরিদ্র জনগণের জীবন মানের উন্নয়ন কথা টেকসই সংগঠনে রূপদান করা আরও সহজ হবে এবং সংগঠন একটি উৎপাদন মুখী টেকসই অপারেটিভ সোসাইটিতে পরিনত হবে।