Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেনারেল এম.এ.রব গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরামর্শ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার বিকাল ৪ঘটিকার সময় হবিগঞ্জের কৃতি সন্তান, স্বাধীন বাংলার গৌরব, বৃহত্তর সিলেটের অন্যতম বীর সেনানী, তৎকালীন চীফ অব স্টাফ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক, মরহুম মেজর জেনারেল এম.এ.রব বীর উত্তম, এম.এন.এ. পিএসসি এর নামে ৬নভেম্বর ১৯৯৩ ইং সনে প্রতিষ্ঠিত জেনারেল এম.এ.রব গবেষণা পরিষদ হবিগঞ্জ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম মেজর জেনারেল এম.এ.রব. বীর উত্তম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মাদ হোসেন খান পাঠান বাবুল। বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উজ্জীবক মাওলানা কে.এম.এ ওয়াহাব নাঈমী, আজীবন সদস্য আলহাজ মোহাম্মাদ জিতু মিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি এম.এ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল আলিম আব্দাল ও কামরুজ্জামান খান ইমরান, সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মাদ আব্দুল কাইয়ূম ও সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, ধর্ম সম্পাদক আলহাজ মাওলানা এম.এ মালিক, কোষাধ্যক্ষ ডাঃ মোহাম্মাদ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাষ্টার এম.এ ওয়াহিদ, মহিলা সম্পাদক উজ্জীবক ক্বারী মিনারা আক্তার ও উজ্জীবক সাদিয়া আফরিন আরাবী লিপি, ক্বাজী নোমান উদ্দিন, মোহাম্মাদ ছুরুক আলী, মোহাম্মাদ আব্দুর রহমান ও মোহাম্মাদ জয়নাল মিয়া। সভায় আগামী ১৫ই অক্টোবর ২০১৬ইং সংগঠনের প্রস্তাবিত ২১জন সদস্যকে আজীবন সদস্য সনদ ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আজীবন সদস্য বিশিষ্ট দানবীর ও মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম নেতা আলহাজ্ব মোহাম্মাদ জিতু মিয়া চৌধুরীকে ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত করা হয়। বিশ্বের সকলের মঙ্গল কামনা করে ও স্বাধীন বাংলার উত্তরোত্তর সমৃৃদ্ধি কমনা করে সমাপ্ত হয়।