Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ত্যাগের মহিমায় নবীগঞ্জে ঈদুল আজহা উদ্যাপিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুষলধারের বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি কামনা করে দোয়াসহ জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে ঈদ জামাতের পর পশু কোরবানির মধ্য দিয়ে উপজেলার সর্বত্র মুসলিমরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপন করে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হয়েছে মন। তবে এবারের ঈদ আনন্দ উদ্যাপনে বিড়ম্বনার সৃষ্টি করেছে বৃষ্টি। ঈদের আগের দিন রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি দিতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় টানা বর্ষণ। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরধারী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় উপজেলার ১৭৯ টি ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত অনুষ্টিত হয়। এদিকে ঈদের ছুটিতে যেতে না পারা নবীগঞ্জ থানা পুলিশ বাহিনী মেতে উঠে ঈদের আনন্দে। অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানের সার্বিক তত্ত্বাবধানে থানা কমপ্লেক্সে আয়োজন করা হয় ঈদ উল্লাস নামে সাংস্কৃতিক সন্ধ্যা। গানে গানে মাতিয়ে তোলেন সা’রে’গা মা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। ঈদ আনন্দ উপভোগ করতে অনুষ্টানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত বাবু, মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল, ওহি দেওয়ান চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলাল, এটিএম রুবেল প্রমুখ।