Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় ২৪ জন নিহত

এক্সপ্রেস ডেস্ক ॥ পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ৩১ জন আহত হয়েছে। শুক্রবার আফগানিস্তান সীমান্তের উপজাতীয় এলাকা মোহমান্দ এজেন্সির এনবার তেহসিলে জুমআর নামাজের সময় এ বোমা হমলার ঘটনা ঘটে। আহতদের বাজাউর, চারসাদ্দা ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। হামলার তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মোহমান্দ এজেন্সির সহকারী রাজনৈতিক কর্মকর্তা নাভিদ আকবর বলেন, ‘এটি একটি জনাকীর্ণ মসজিদ ছিল। সেখানে ওই আত্মঘাতী হামলাকারী “আল্লাহু আকবর” বলে চিৎকার করে। তার পরপরই একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।’
উত্তর-পশ্চিম এফএটিএ অঞ্চলের অপর এক কর্মকর্তা শওকত খান বলেন, ‘হামলায় কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। অনেকে মসজিদে জড়ো হয়েছিল। সেখানে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।’ (১) পাকিস্তানের সীমান্ত অঞ্চল রুক্ষ ভূখন্ডের কারণে চরমভাবে রক্ষণশীল এবং সেখানে প্রবেশ করা কঠিন। দীর্ঘদিন ধরে ওই সব এলাকায় আল-কায়েদা, তালেবান ও বিভিন্ন ইসলামি দলের যোদ্ধারা আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলেছেন। আত্মঘাতী এই হামলার পর এখনো কেউ দায় এর স্বীকার করেনি।
সূত্র: ডন, রয়টার্স, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।