Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হাসপাতালে রোগী দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার মা-ছেলে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে দেখতে গিয়ে হামলার শিকার হলেন ওই রোগীর স্ত্রী ও ছেলে। হামলার শিকার মা-ছেলে হলেন-কানাইপুর গ্রামের লেচু মিয়ার স্ত্রী আবেদা বিবি (৪০) ও ছেলে আউলাদ মিয়া (২৪)। হামলায় মা-ছেলের হাত ভেঙ্গে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় কানাইপুর পয়েন্টে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে দাঙ্গা হাঙ্গামা হয়েছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা হয়েছে। এক পর্যায়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ বাতেন খান’র হস্তক্ষেপে থানা কমপ্লেক্সে শালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়। এর পর থেকে বিগত দু-তিন মাস ধরে স্বাভাবিক পরিস্থিতি ছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় একা পেয়ে নবীগঞ্জ-বানিয়াচং রোডস্থ গোয়ালবাড়ির ব্রীজ সংলগ্ন স্থানে কানাইপুর গ্রামের লেচু মিয়ার (৫০) উপর একই গ্রামের আঞ্জব আলী, আসক আলী, আকবর আলী ও শুকুর মিয়ার নেতৃত্বে একদল লোক হামলা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রিক্সাযোগে ছেলে আউলাদ মিয়া পিতাকে দেখতে তার মা’কে সাথে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। কানাইপুর পয়েন্টে পৌছুলে তাদের রিক্সার গতিরোধ করে উল্লেখিত দুর্বৃত্তরা মা-ছেলেকে পাশের একটি দোকানে ঢুকিয়ে মারপিট শুরু করে। এতে মা ও ছেলের দুটি হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট প্রেরণ করে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়েছে।