Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে ৭ম শ্রেনীর ছাত্রীর বিয়ে পন্ড

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে ৭ম শ্রেনীর স্কুল ছাত্রীর বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা টিনা রানী পাল। শুক্রবার সকালে বিয়ে বাড়ীতে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। মানিকপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে ও ড. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী খাদিজা বেগম (১৫) এর বিয়ের শুক্রবারে দুপুরে। সে অনুযায়ী বৃহস্পতিবার রাতে খাদিজার গায়ে হলুদ ও বরযাত্রীর জন্য প্যান্ডেল ও আপ্যায়নের সকল প্রস্তুতি গ্রহন করা হয়।
এ খবর পেয়ে বিয়ের কয়েক ঘন্টা আগে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান সাহাবউদ্দিনকে নিয়ে কনে খাদিজার বাড়ীতে হাজির হয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা টিনা রানী পাল। কনের পিতা ফুল মিয়াকে বিয়ে বন্ধ করার নিদের্শ দিয়ে তাদের কাছ থেকে লিখিত অঙ্গিকার নামা নেন।
চেয়ারম্যান জানান, বাঘাসুরা ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা ফয়সল আহম্মেদ ৭ হাজার টাকার বিনিময়ে খাদিজার একটি ভূয়া জন্ম নিবন্ধন তৈরী করে দেয় তার অভিভাবককে। আমি বিষয়টি জানতে পেরে রাতে বিয়ে বন্ধ করার জন্য নিদের্শ দিয়েছিলাম।